ইউএন থেকে ফিরে হুমায়ুন কবির

নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গতকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে। তিনিই নির্বাচনে নেতৃত্ব দেবেন।

‘তারেক রহমান কবে দেশে ফিরবেন’Ñ এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন সে জন্য ওনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। তারিখ যখন ফিক্সড হবে তখন আপনারা জানতে পারবেন।

২০০১ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নেয়। ওই সময়ে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারেক রহমান। এবার তিনিই নির্বাচনে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

বিএনপি প্রতিষ্ঠার পরে ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে দলটি প্রথম অংশ নেন। সেই নির্বাচনে তারা ২০৭ আসন নিয়ে জয়লাভ করে, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরে একই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। ওই জোটের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে এক প্রশ্নের হুমায়ুন কবির বলেন, প্রধান উপদেষ্টা ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, তার বক্তব্যে বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি, যাতে এটি কার্যকর হয়।

গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণকারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিম ছুড়ে মারার ঘটনায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র আবার প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, এদেরকে কিসের জন্য বাংলাদেশে রাজনৈতিক কাযর্ক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটি যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, এটি সরকারের কর্ডিনেশনের ত্রুটি, অ্যাসেম্বলির কর্ডিনেশনের ত্রুটি, বেসিক্যালি যারা ওখানে প্রটোকলের দায়িত্বে ছিলেন। আমরা এটি অ্যাড্রেস করেছি। এ ঘটনায় সরকারব্যবস্থা নেবে।

এ ছাড়া নিউ ইয়র্ক সফর ‘সফল’ হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা হুমায়ুন কবির।