মিডল ইস্ট আই
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার প্রথম আনুষ্ঠানিক তুরস্ক সফরে আজ সোমবার আঙ্কারায় পৌঁছাবেন। এই সফরে তুরস্কের সাথে একটি বহু বিলিয়ন ডলারের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের অন্যতম বড় এই চুক্তিটি ২০২৩ সাল থেকে আলোচনায় রয়েছে এবং ২০২৪ সালে জার্মানির ভেটো অতিক্রম করার পর তা বাস্তবায়নের পথে এগিয়েছে।
চুক্তির আওতায় তুরস্ক ৪০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে। এর মধ্যে ২০টি বিমান সরাসরি যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) পরিচালনা করবে, যাতে দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায়। বাকি ২০টি বিমান পরবর্তীতে তুরস্কের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে সরবরাহ করা হবে। তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করলেও রাজনৈতিক ও প্রযুক্তিগত জটিলতায় তা ব্যাহত হয়।
ফলে আঙ্কারা ইউরোপীয় উৎস থেকে যুদ্ধবিমান সংগ্রহের দিকে ঝুঁকেছে এবং নিজস্ব ৫ম প্রজন্মের ‘তাই কান’ যুদ্ধবিমান উন্নয়নের কাজও চালিয়ে যাচ্ছে। চুক্তির চূড়ান্ত ঘোষণা ও আনুষ্ঠানিকতা আঙ্কারায় স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বৈঠকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।



