নয়া দিগন্ত ডেস্ক
দেশের ছয় জেলায় একদিনের ব্যবধানে কিশোর, নারী ও শ্রমিকসহ খুন হয়েছেন তিনজন। একই সাথে লাশ উদ্ধার করা হয়েছে আরো তিনজনের। নোয়াখালী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে স্থানীয় আধিপত্য, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এসব খুনের ঘটনা ঘটেছে। পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ দিকে নাটোর, বরগুনা ও ঈশ্বরদীতে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক আইনজীবী, অজ্ঞাত যুবক এবং সাধারণ ব্যক্তি।
নোয়াখালী অফিস জানায়, বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৭) নামে এক কিশোরকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার মজিব সড়কে নতুন ব্রিজের কাছে তাকে মারধর ও কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ অফিস জানায়, ঈশ্বরগঞ্জে রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার প্রতিবেশীর বাড়িতে মুরগি খুঁজতে গিয়ে তিনি হামলার শিকার হন। পারিবারিক বিরোধের জেরে মোস্তফা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে মোস্তফার ছেলে সাখাওয়াত হোসেন (২১) দা দিয়ে তার ঘাড়ে কোপ দেন।
নারায়ণগঞ্জ বন্দর সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের বন্দরে আলমগীর হোসেন (৫২) নামে এক হোসিয়ারি শ্রমিককে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসীরা পারিবারিক বিরোধের জেরে তাকে শুক্রবার বাড়ইপাড়া এলাকায় তুলে নিয়ে যায় এবং মারধর করে মাথা থেঁতলে দেয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর শহরের লালবাজার এলাকায় নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৭) নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাসায় ফিরেই তার স্ত্রী, ছেলে ও মেয়ে সিঁড়ি ঘরের রডে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের খানবাড়ি সংলগ্ন বরিশাল-পাথরঘাটা মহাসড়কের ওপর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার সকালে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩০ বছর হলেও তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদী পৌরসভার বেনারসি পল্লির পাশে একটি ধানক্ষেত থেকে রোববার সকালে সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।



