নিজস্ব প্রতিবেদক
আগামী মাসে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের টার্গেট নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। এ বছর এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) ও সমমান পরীার ফলের জন্য অপোয় রয়েছেন ১২ লাখ পরীার্থী। বিধান রয়েছে পরীা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার, সে অনুযায়ী ফল তৈরির কাজ চলছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা শিা বোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, কাজ শেষ হলেই আমরা ফল দিয়ে দেবো। তারিখ নিয়ে এখনো কিছু ভাবিনি। আমরা কারো সাথে এ নিয়ে কোনো কথাও বলিনি। তিনবার পরীা পিছিয়েছে। আমরা বলেছি পরীা শেষ হওয়ার ৬০ দিনের ভেতর ফল দেবো। খাতা মূল্যায়নের সময় বাড়ানোর কোনো প্রভাব ফল প্রকাশের ওপর পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, খাতা মূল্যায়নের সময় বাড়ানোর সাথে এর কোনো সম্পর্ক নেই।
এবারের এইচএসসি পরীা ২৬ জুন থেকে শুরু হয়ে তিন ধাপ পিছিয়ে শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এই পরীা ঘিরে নানা ধরনের সঙ্কট ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলেও বিভিন্ন উদ্যোগের কারণে পরীা শেষ হয়। এবার ১১টি শিা বোর্ডের অধীনে পরীায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীা হয়।



