তাইওয়ান উপকূলে অস্ট্রেলিয়া-কানাডার যুদ্ধজাহাজ

Printed Edition

গ্লোবাল টাইমস

অস্ট্রেলিয়া ও কানাডার দুটি যুদ্ধজাহাজ হঠাৎ করে তাইওয়ান উপকূলে উপস্থিত হওয়ায় চীন সতর্কবার্তা দিয়েছে। জানা গেছে, বিদেশী যুদ্ধজাহাজ দু’টির ওপর পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নজরদারি চালাচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ফ্রিগেট ভিল ডি কুইবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেন শনিবার সকালে তাইওয়ান প্রণালীর ১৮০ কিলোমিটার দীর্ঘ একাংশ অতিক্রম করেছে। এই প্রণালী চীনা ভূখণ্ড থেকে তাইওয়ানকে পৃথক করে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বরাবরই তাইওয়ানকে দেশের অংশ হিসেবে দাবি করে আসছে।

২০২২ সালের আগস্টে চীনের আপত্তি অগ্রাহ্য করে আমেরিকার হাউজ স্পিকার ন্যান্সি পেলোস তাইওয়ান সফর করেন।