হাদিসের কথা

মুমিনের সব কাজই কল্যাণকর

Printed Edition
মুমিনের সব কাজই কল্যাণকর
মুমিনের সব কাজই কল্যাণকর

মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। তার সব কাজই কল্যাণকর। মুমিন ছাড়া অন্যের ব্যাপার এরূপ নয়। তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর শোকর করে। তাতে তার মঙ্গল হয়। আবার ক্ষতিকর কোনো কিছু হলে সে ধৈর্য ধারণ করে। এটিও তার জন্য কল্যাণকর হয়।

-মুসলিম