নয়া দিগন্ত ডেস্ক
বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাফর নোমানী বলেন, ‘আম্মা (ফরিদা পারভীন) গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মার সব ভুল-ত্রুটি অপরাধকে মার্জনা করে আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
ফরিদা পারভীন দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হতো। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালিসিসের জন্য তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে সর্বশেষ ডায়ালিসিসের পর ফরিদা পারভীনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে, যার জেরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত বুধবার তার অবস্থা আরো সঙ্কটপূর্ণ হয়ে উঠলে তাকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটরে নেয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন।
ফরিদা পারভীন বাংলাদেশের লোকসঙ্গীতের এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন সংশ্লিষ্টরা।



