নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে মা-মেয়ে এবং যশোরের চৌগাছায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া অন্যান্য স্থানে নিহত হয়েছেন আরো চার জন।
সিলেট ব্যুরো জানায়, সুনামগঞ্জের পর্যটন স্পট টাংগুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলসযোগে (১৫-৬০৮২) রওনা দেন। বাসটি দুর্ঘটনা স্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।
এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার জাহাঙ্গীরপুর দনিপাড়ার ধাবাড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৬)। মোটরসাইকেল চালক ইমন হোসেন ও আশরাফুল ইসলাম রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (যার নম্বর-যশোর-ল-১২-০৮১২) ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালুভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটোচালক ফাহিম মিয়া (৩০)।
নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এ সময় সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম মারা যায়, অপরজন সাব্বির হোসেন ঢাকা মেডিক্যাল নেয়া হলে সেখানে মারা যায়।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো: ফাহিম নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে পটিয়া আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের-বঁাঁশখালী সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ডের ফরেস্ট টিলা এলাকার মো: আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, সড়ক পার হওয়ার সময় কার্ভাডভ্যানের নিচে পড়ে পিষ্ট হয় শিশুটি। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মারা যায়। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শকা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় তিনি দলীয় প্রচারণা শেষে তার ব্যক্তিগত কারযোগে পোরশা থেকে রাজশাহী যাচ্ছিলেন। তাকে বহনকারী কারটি পথে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সদস্যগণ ও উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।



