সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়েশা বেগম ও আব্দুল দাইয়ান দম্পত্তির জীবনযাপন ছিল স্বচ্ছল। ধীরে ধীরে অসুস্থতায় এখন এলোমেলো পুরো সংসার। দীর্ঘদিন ঢাকার দক্ষিণ শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন এ দম্পত্তির। ২০২২ সালে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গ্রামের বাড়ি চলে আসেন তারা। গ্রামে আসার তিন মাস পর তাদের ক্যান্সার ধরা পড়ে। একজনের ফুসফুসে ক্যান্সার, আরেকজনের জরায়ু ক্যান্সার। বর্তমানে অটোরিকশাচালক ছেলে শহিদুল ইসলামের সামান্য আয়ে কোনো রকম বেঁচে আছেন তারা।
তিনি আরো বলেন, চিকিৎসার জন্য অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসক জানিয়েছেন, ঠিকমত চিকিৎসা করাতে পারলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। কর্মহীন স্বামী আর নিজের অসুস্থ শরীরের কারণে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ছেলে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও তা পর্যাপ্ত নয়। আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে কোনোমতে বেঁচে আছেন। সমাজের বিত্তবানদের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।
অসুস্থ স্বামী আব্দুল দাইয়ান বলেন, টাকার অভাবে চিকিৎসা দূরের কথা, এখন না খেয়ে থাকার অবস্থা হয়েছে। বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর- ০১৯১২০২৪৬৯৩। এ ছাড়াও আয়েশা বেগমের সোনালী ব্যাংক সোনারগাঁও শাখায় সঞ্চয়ী হিসাব রয়েছে। যাহার নং-৩৬১৮৬০১০২১০৪৫।



