কাজী আব্দুল কাদের মুসলিম জাতিসত্তা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন : মুসলিম লীগ

Printed Edition

কাজী আব্দুল কাদের মুসলিম জাতিসত্তা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। গত বুধবার রাজধানীর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি কাজী আব্দুল কাদেরের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তরা এ কথা বলেন।

দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, ব্রিটিশ ভারতকে বিভক্ত করে মুসলিমদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে কাজী কাদেরের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর। সভাপতির বক্তব্যে নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদার বলেন, ‘কাজী আব্দুল কাদের শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন এক মহান দানবীর ও মানবপ্রেমিক। তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গিত ছিল দেশ ও জনগণের কল্যাণে। তিনি মুসলিম জাতির স্বাধীন সত্তা প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও দরিদ্র মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখেছেন। কাজী কাদেরের মতো নেতারাই আমাদের জন্য পথ প্রদর্শক। নতুন প্রজন্মকে তার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।’ স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা বিস্তার ও দানশীলতায় কাজী কাদের ছিলেন অনন্য। তার উদ্যোগে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে থেকে প্রকৃত অর্থে জননেতার ভূমিকা রেখেছেন।’ স্থায়ী কমিটির আরেক সদস্য আনোয়ার হোসেন আবুড়ী বলেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসে কাজী আব্দুল কাদেরের নাম চিরস্মরণীয়। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি মুসলিম সমাজকে সংগঠিত করতে অসাধারণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’ এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা বলেন, ‘কাজী আব্দুল কাদের ছিলেন নিঃস্বার্থ নেতা। তিনি ব্যক্তিস্বার্থে রাজনীতি করেননি। তার পুরো জীবন উৎসর্গিত ছিল মুসলিম জাতির স্বাধীন সত্তা ও জনগণের কল্যাণে।’

সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি শেখ আব্দুল কাইউম, সহসভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, অধ্যাক্ষ জাফর ইকবাল, অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজিব, কোষাধ্যাক্ষ মোহাম্মদ আলি, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, দফতর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা আব্দুল আলীম, ঢাকা মহানগর মুসলিম লীগের যুগ্ম আহ্বায়ক নাসিমুল গণি লাবু ও সদস্যসচিব মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে কাজী আব্দুল কাদেরের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদার। বিজ্ঞপ্তি।