মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

লম্বা সময়ের অপেক্ষার অবসান। গত পরশু ঘোষিত হয় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি। ভেঙে দেয়া হয় আগের নির্বাহী কমিটি। তবে গঠনের এক দিন পরই এই কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি করেছে কামরুন নাহার ডানার নেতৃত্বে কিছু সাবেক নারী ক্রীড়াবিদ। যারা এখন সংগঠক। তাদের দাবি নতুন অ্যাডহক কমিটিতে এমন অনেককে নেয়া হয়েছে যাদের কোনো সম্পৃক্ততা নেই খেলাধুলার সাথে। মোহামেডানর ক্লাবে সংবাদ সম্মেলন করে ডানা জানান, এই কমিটিকে উপেক্ষা করা হয়েছে দেশের অনেক নামকরা নারী ক্রীড়া সংগঠককে। যাদের দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়ায় উল্লেখযোগ্য সাফল্য আছে।’ তিনি মহিলা ক্রীড়া সংস্থার নতুন সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে উল্লেখ করে বলেন, নেলী নিজে আওয়ামী লীগের লোক, তাপসের লোক বলে পরিচয় দিতেন। নেলী ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাজমুল করিম টিংকুর বোন এবং ফজলে নূর তাপসের বান্ধবী। অথচ তাকে ঠাঁই দেয়া হয়েছে এই কমিটিতে। সাবেক কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড় ডানা আরো জানান, যদি আমাদের এই দাবি মেনে মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি ভেঙে দেয়া না হয় তাহলে আমরা প্রধান উপদেষ্টার দারস্থ হবো। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানা, সাঁতারু তানিয়া, ভলিবল খেলোয়াড় নাসিমা চৌধুরী শিরিন, টিটি খেলোয়াড় শামীমা উপস্থিত ছিলেন।

ডানা ক্ষুব্ধ কণ্ঠে জানান, এই কমিটিতে ব্যারিস্টার, অধ্যাপক, ডাক্তারদের নেয়া হয়েছে। তারাতো খেলোয়াড় নয়। তারা তাদের পেশায় থাকবে। আমরা কি তাদের পেশাজীবীদের সংগঠনে যেতে পারব। তাহলে তারা কেন আমাদের ক্রীড়ায় আসবে। আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের খেলাধুলার লোকজনই থাকবে। কিন্তু এই অ্যাডহক কমিটিতে এমন কয়েকজনকে রাখা হয়েছে যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত নন। বলা হয়েছে তারা নাকি ক্রীড়ানুরাগী।

ডানা আরো জানান, মহিলা ক্রীড়া সংস্থায় নানা ধরনের খেলা আয়োজন করে। তাই এখানে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদেরই রাখা হয়। এই সরকার ক্ষমতা নেয়ার পরপরই বলেছিল ক্রীড়াঙ্গনে ক্রীড়ার লোকই থাকবে। কিন্তু মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি তা করা হয়নি। তাই আমরা অবিলম্বে এই কমিটি বাতিল করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে। দুই সহসভাপতির একজন ডা: ইসমত আরা হায়দার। ১৩ সদস্যের একজন সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া অপর জন আমরিন সাহজিয়া বশির। আমরিন সাহজিয়াকে ক্রীড়ানুরাগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিরোজা খাতুনকে সহসভাপতি অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, রওশন আরা ছবি, মরিয়ম তারেক, ফরিদা আক্তার বেগমকে সদস্য, এস এ গেমসে রৌপ্য জয়ী ফৌজিয়া হুঁদা জুঁই, কৃতী সাঁতারু সবুরা খাতুনকে সদস্য হিসেবে রাখা হয়েছে কমিটিতে।