নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মহাখালী ও বায়তুল মোকাররম এলাকায় পৃথক দু’টি সমাবেশ করে তারা।
ঢাকা মহানগরী উত্তর : মহাখালী কলেরা হাসপাতালের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সৎ, যোগ্য, দলনিরপেক্ষ ও প্রজ্ঞাবান লোকদের দিয়ে প্রশাসন পুনর্গঠন এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া জনগণ দায়সারা গোছের তামাশার কোনো নির্বাচন মেনে নেবে না।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ডা: ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দীন, মুহিবুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। অতীতের আওয়ামী পদ্ধতির নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নৈশকালীন ভোট এবং ২০২৪ সালে আমি ও ডামি নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দলবাজি বন্ধ করতে হবে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যই গণভোটসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের সব নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে। তিনি আগামী সংসদকে কুরআন সংসদে পরিণত করার জন্য দাঁড়িপাল্লার প্রতীকের গণজোয়ার সৃষ্টি করে সবাইকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সোজা কথায় কাজ না হলে আমরা আঙুল বাঁকা করলে কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। তিনি দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত আছে। তিনি বলেন, দেশ কারো বাপের নয়, কোনো পরিবারের নয়; এ দেশ ১৮ কোটি জনগণের। জনগণ যাকেই ভোট দিবে জামায়াতে ইসলামীর আপত্তি নাই। কোনো দল যদি নিজেদেরকে দেশের মালিক মনে করে থাকে তবে তাদের উচিত হবে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু থেকে শিক্ষা নেয়া। সবেমাত্র ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রশাসন ও উপদেষ্টাদের উদ্দেশে বলেন, দলবাজি করতে চাইলে রাজপথে নেমে আসুন। অতীতে দলকানা প্রশাসনিক কর্মকর্তাদের পরিণতি থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের সব পর্যায়ের দায়িত্বরতদের নিরপেক্ষ ভূমিকা রাখার অনুরোধ করেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বিজয় নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় কয়েক হাজার দলীয় নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ড. আব্দুল মান্নান।
বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে : গোলাম পরওয়ার
আবু সাইদ বিশ্বাস, নাজমুল হক খান, কামরুজ্জামান মিঠু (তালা) সাতক্ষীরা থেকে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।
সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সাথে ২০ বছর সংসার করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘এখন আলাদাভাবে ভোট করছে জামায়াতে ইসলামী। তাই বলে জামায়াতে ইসলামীর ব্যানার ছিঁড়ে ফেলা কিংবা পোস্টারের উপর পোস্টার মারা, এটা তো বন্ধুসুলভ কাজ হয় না। দেশের চারটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবী ছেলেরা পরিবর্তন চায়, সেই বার্তা দিয়েছে। অথচ বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে।’
কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন উসকানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের ইসলামীর খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির ডা: মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, ঢাবি জহুরুল হক হলের ভিপি এ এইচ ইমরোজ, রাবি সমাজকল্যাণ সম্পাদক মো: ইয়াকুব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ অনেকে।
ছাত্রশিবিরের সাথীদের সাথে মতবিনিময়
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা অঞ্চলের সাথীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এত দিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের জন্য হুমকি। তাদের দেশবিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল সকালে ফুলতলা উপজেলা কার্যালয়ে ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফফিরের সভাপতিত্বে ও এইচ আরডি সম্পাদক হোসাইন আহম্মদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছাত্রশিবিরের খুলনা জেলা সেক্রেটারিয়েট সদস্য বোরহান হোসেন, ফুলতলা উপজেলা সভাপতি আবদুর রহীম, ফুলতলা পশ্চিম সভাপতি ওয়ালিদ হাসান, খান জাহান আলী থানা সভাপতি ইমরান হোসেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিম মোল্লা, খান জাহান আলী থানা আমির ডা: সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, শেখ আলাউদ্দিন, নজরুল ইসলাম জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগরিব বাদ খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঠালতলা বাজারে অফিস উদ্বোধন করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কাঁঠালতলায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত এসআই মাহবুবুর রহমান। পরে চাকুন্দিয়া বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মতিউর রহমান, হাফেজ আবু বকর সিদ্দিক, হাফেজ মঈন উদ্দীন, অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা রুহুল আমীন, এরশাদ আলী, মাওলানা রশিদুল ইসলাম, রবিউল ইসলাম বুলু, রাজিকুল ইসলাম প্রমুখ। পরে ডুমুরিয়া ফুলতলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
কক্সবাজারে রুকন সম্মেলন
কক্সবাজার অফিস জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদের দ্রুত আইনি ভিত্তি দিতে হবে। এ বিষয়ে গড়িমসি করা হলে জনগণকে নিয়ে দাবি আদায় করা হবে। জনগণ দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত এবং ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করে চুয়ান্ন বছরের গ্লানি দূর করবে। তিনি বলেন, একটি অর্থবহ সংস্কার, স্ষ্ঠুু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভূমিকা পালন করেছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশজারী ও গণভোটের ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনি গতকাল কক্সবাজারের চকরিয়ায় এবং কক্সবাজার শহরে পৃথক দু’টি রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আমির ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বক্তব্য রাখেন- চট্টগ্রাম অঞ্চল পরিচালনা টিমের সদস্য মওলানা মোস্তাফিজুর রহমান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ ফারুক, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুর, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, মওলানা মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, দেলোয়ার হোসাইন, আখতার আহমদ, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বাশার, পৌরসভা আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমির মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমির ফরিদুল আলম এবং দারসুল কুরআন পেশ করেন মওলানা শফিউল হক জেহাদী।
দেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিতাড়িত করতে চাই : রেজাউল করিম
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, চারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিতাড়িত করতে চাই।
গতকাল লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জি এস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি এ কে এম ফরিদ উদ্দিন প্রমুখ।



