শালিখায় বিনামূল্যে লাম্পি স্কিন রোগের টিকা দান

Printed Edition

শালিখা (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শালিখায় ২০২৪-২৫ অর্থবছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ হতে বিনামূল্যে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের টিকা দান উদ্বোধন করা হয়েছে। ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন গরুহাটায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার নাছিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শাহারীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো: কামাল হোসেন ও শালিখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, উপজেলার ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়নে বিনামূল্যে মোট ৬০০ গবাদি পশুর লাম্পি স্কিন রোগের টিকা দেয়া হবে।