অস্ত্রসহ সারা দেশে গ্রেফতার ১৭২৫

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার ৭২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৭৬ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩৬ জন। আভিযানিক কার্যক্রমে একটি বিদেশী পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, ৯ রাউন্ড কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও দু’টি এলজি উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতরা হলো- নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।