নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার ৭২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৭৬ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩৬ জন। আভিযানিক কার্যক্রমে একটি বিদেশী পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, ৯ রাউন্ড কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও দু’টি এলজি উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতরা হলো- নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।



