নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকে সবজি ক্ষেত নষ্ট করল বিএসএফ

Printed Edition

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জ সীমান্তে কৃষকের সবজি ক্ষেত ও বেড়া ভেঙে তুলে নেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিয়াবাইল বিজিবি ক্যাম্পের অন্তর্গত মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সুরমা নদীর চরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএসএফ নদী পার হয়ে ওপারে বাংলাদেশ সীমান্তে ঢুকে এমন বল প্রয়োগ ও অন্যায় আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন স্থানীয় বাংলাদেশীরা। পরে তাদের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বিএসএফ সোমবার সকালে পতাকা বৈঠকে বসার সম্মতি দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল ফাত্তাহ চৌধুরী বাবু জানান, রোববার ভারতের জালালপুর সীমান্তের পীননগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৩৪৫ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলার রসুলপুরে এসে চাষিদের সবজি চাষে বাধা এবং বাঁশে বেড়া ভেঙে দেয়। অথচ বাংলাদেশের কৃষকরা যুগ যুগ ধরে এই জায়গা চাষাবাদ করে আসছেন। চলতি বছরও তারা সবজি চাষাবাদ করেছে। তিনি আরো জানান, বিএসএফ সুরমা নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে সবজি বাগানের বাশের বেড়া ভেঙে ফেলে এবং জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিরোধ ও প্রতিবাদ জানালে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলে আজ সকাল ১০টায় বৈঠকে বসতে সম্মতি দিয়েছে বিএসএফ।

সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল কাদির অভিযোগ করেন, বিএসএফ স্থানীয় বাসিন্দাদের সাথে খারাপ আচরণ করেছে এবং সবজি ক্ষেত এবং ক্ষেতের বাঁশের বেড়া ভেঙে দেয়েছে।

বিষয়টির সত্যতা স্বীকার করে বিজিবি বিয়াবাইল ক্যাম্পের নায়েক সুবেদার নাজির আহমদ জানান, ভারতীয় বিএসএফ নদীর এপারে এসে সবজি ক্ষেতের বাশের বেড়া নষ্ট করে দিয়েছে। বিএসএফ জায়গাটি তাদের দাবি করলেও সীমান্তে নদী হওয়ায় সীমানা নির্ধারণ করা কঠিন হচ্ছে। পতাকা বৈঠকে বসলে ম্যাপ দেখে সঠিক সীমানা চিহ্নিত করা সম্ভব। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।