গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্য হেগ শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার আয়োজিত ‘রেড লাইন’ নামে এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। এ দিন দ্য হেগের রাজপথ বেয়ে মিছিল করে তারা পৌঁছান আন্তর্জাতিক বিচার আদালতের সামনে, যেখানে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার শুনানি চলছে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান এক ধরনের গণহত্যা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিবাদের অন্যতম আয়োজক ছিল। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, এই প্রতীকী রেড লাইন দেখাতে চায়, সরকার এখনো ইসরাইলের আগ্রাসন থামাতে কার্যকর কোনো লাল রেখা টানতে পারেনি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা গান গেয়েছেন, বক্তৃতা দিয়েছেন, ব্যানার-প্ল্যাকার্ড হাতে আদালতের পাশ দিয়ে পদযাত্রা করেছেন। অনেকেই গাজায় নিহত শিশুদের ছবি বহন করেন।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, এই ‘অভূতপূর্ব’ সংখ্যার মানুষ যেভাবে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা তা দেখেছি, শুনেছি। আমাদের লক্ষ্য একটাই, গাজায় মানবিক দুর্দশা দ্রুত শেষ করা। তিনি আরো বলেন, আমরা সামনের ও পেছনের সারিতে থেকে গাজার পরিস্থিতির উন্নয়নে কাজ করছি।
ইরান ইস্যুতেও ইসরাইলবিরোধিতা
দ্য হেগের প্রতিবাদকারীরা গাজা যুদ্ধ থামানোর পাশাপাশি ইরানে ইসরাইলের সাম্প্রতিক হামলারও নিন্দা জানিয়েছেন। আল জাজিরার সাংবাদিক স্টেপ ভ্যাসেন বলেন, ইসরাইলের বিভিন্ন রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তিমূলক প্রচারণা সত্ত্বেও মানুষ মূল ইস্যু- গাজায় গণহত্যা থেকে চোখ সরাচ্ছেন না। এ দিকে শুধু নেদারল্যান্ডস নয়, একই দিন বেলজিয়াম, তুরস্ক, ব্রাজিল ও গ্রিসেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে।
উল্লেখ্য, ইসরাইলের চলমান অভিযানে গাজায় ২০ মাসে প্রায় ৫৫ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধ বন্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ এখন আরো জোরালো হচ্ছে।



