ফের ঘুরে দাঁড়িয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড

Printed Edition

মন্দা অবস্থা কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড। অনেক পুরন এই প্রতিষ্ঠানটি ২০১৬ সালের দিকে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ৬৫০ কোটি টাকার ঋণের বোঝা চেপে বসে প্রতিষ্ঠানটির উপর। বর্তমানে সেই অবস্থা কেটে গেছে, বৃদ্ধি পেয়েছে মুনাফা। শুধু তাই নয়, ইস্টার্ন হাউজিংয়ের এফডিআরের (ফাইন্যান্স ডিপোজিট রেট) পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকায়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ঋণে জর্জরিত। তখন ইস্টার্ন হাউজিং লিমিটেডই একটি মাত্র প্রতিষ্ঠান ঋণমুক্ত সফল ব্যবসার শীর্ষে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ঢাকার শহুরে এলাকায় আধুনিক ও পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান। তবে প্রতিষ্ঠানের কাজ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেনি। শহরের বাইরে বিভিন্ন এলাকায়ও নির্মাণ কার্যক্রম শুরু করে। এর মধ্যে রয়েছে দক্ষিণ বনশ্রী, বনশ্রী, মহানগর, নিকেতন, ছায়াবীথি (বাসাবো), প্যারাডোগা (যাত্রাবাড়ী), ভেমর, পল্লবী ফেস-১, ফেস-২, মায়াকানন (আমিনবাজর), সাভার (কমপক্ষে ৮টি), আফতাবনগর ও রায়েরবাজারে সফলভাবে বিভিন্ন প্রকল্প।

ইস্টার্ন হাউজিংয়ের ডাইরেক্টর এবং আফতাবনগর ল্যান্ড প্রজেক্টের ইনচার্জ মেজর মো: আলতামাস করিম (অব:) আফতাবনগরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। অচিরেই এটি একটি দৃষ্টিনন্দন আবাসিক এলাকাতে পরিণত হবে আশা করছেন এলাকাবাসী। ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম বিভিন্ন সময় দেশের বাইরে ব্যস্ত থাকায় ধীরাজ মালাকার ২০১০ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর থেকেই ইস্টার্ন হাউজিং লিমিটেড লাভজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।