চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদ সচিব মো: মনির হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। ১৯৯৮ সাল থেকে একই কর্মস্থলে টানা ২৮ বছর দায়িত্ব পালন করছেন তিনি। যা প্রশাসনিক নীতিরও পরিপন্থী। দীর্ঘদিন এক জায়গায় থেকে গড়ে তুলেছেন প্রভাবশালী সিন্ডিকেট, যা তাকে অদৃশ্য শক্তির সহায়তা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নাগরিক সেবা, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ দিতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়, ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন, এমনকি ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ এসব অভিযোগ ঘিরে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সচিব মনির জন্মনিবন্ধনের জন্য ৩০০ টাকা দাবি করছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়রা তার দীর্ঘদিনের অনিয়মের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। অভিযোগের বিষয়ে সচিব মনির হোসেন বলেন, ‘ভিডিওটি পুরনো। পূর্ববর্তী চেয়ারম্যানদের নির্দেশে নাগরিক সেবার নির্ধারিত ফি নেয়া হতো।’ তবে স্থানীয়রা বলছেন, প্রশাসন পরিবর্তন হলেও তার আচরণ বা কার্যপদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন স্বীকার করেন, ‘কখনো কখনো অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ আসে, তখন তাকে সতর্ক করা হয়। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।’ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, ‘একই কর্মস্থলে ২৮ বছর থাকা সরকারি বিধির পরিপন্থী। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’



