নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের একটা রোডম্যাপ আজ এসেছে, এটা সু সংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে, দেশে একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে। যাদের জনগের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরিনাতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, বিএনপি যে এক কোটি কর্মসংস্থানের কথা বলছে, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না। আমরা হোমওয়ার্ক করে কথাটা বলছি। এটা বাস্তবায়ন খুবই সম্ভব। এক কোটির মধ্যে কেউ এখানে চাকরি করবে, কেউ আত্মকর্মসংস্থানে যাবে, কেউ বিদেশে চাকরি করবে। সবকিছু মিলে কিন্তু এক কোটি চাকরি। আমরা চাচ্ছি এর বড় একটা অংশ আত্মকর্মসংস্থানের মধ্যে যেন যান, এটা গুরুত্বপূর্ণ।
আমরা শুধু ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, ডিজিটাল বাংলাদেশ কোথায় আছে আমরা সবাই জানি। তারপর উন্নয়নের বক্তব্য শুনেছি, মেগা প্রজেক্টের বক্তব্য শুনেছি। আজ বাংলাদেশ কোথায় আছে, আমরা সবাই জানি। যেকোনো উন্নয়নের প্রক্রিয়ার মধ্যে হোলিস্টিক প্রজেক্ট থাকতে হবে। এবং এটা ব্যালেন্স উন্নয়ন না হয়- তাহলে এটা টেকসই হতে পারে না।



