একবার নামাজের সময় উপস্থিত হলে যাদের বাড়ি কাছে ছিল, তারা বাড়ি গেলেন। আর কিছু লোক থেকে গেলেন (তাদের কোনো অজুর ব্যবস্থা ছিল না)। আল্লাহর রাসূল সা:-এর কাছে একটি পাথরের পাত্রে পানি আনা হলো। পাত্রটি এত ছোট ছিল যে, তার মধ্যে তাঁর মুঠি খোলাও মুশকিল ছিল। তা থেকেই সব লোক অজু করলেন। আনাসকে (উপস্থিত) লোকেরা জিজ্ঞাসা করল, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আশিজনেরও বেশি।
বুখারি-১৬৯, মুসলিম-২২৭৯, তিরমিজি-৩৬৩১, নাসায়ি-৭৬৭৮, আহমাদ-১১৯৩৯


