ইন্স্যুরেন্স সেবাসমূহের বিস্তৃতি এবং নিরাপদ ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক ‘ওয়ার্কশপ অন ব্যাংকাসুরেন্স’ শীর্ষক কর্মশালা সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে পূবালী ব্যাংকের ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের সব শাখাপ্রধান, উপশাখা প্রধান ও ব্যাংকাসুরেন্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো: ফয়জুল হক শরীফ। কর্মশালায় অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও টাঙ্গাইল অঞ্চলের অঞ্চল প্রধান মো: বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল সার্ভিস সেন্টারের ইনচার্জ মৃত্যুঞ্জয় সাহা, ব্যাংকাসুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট আশীষ কুমার সাহা, ভাইস প্রেসিডেন্ট আই এ এম আনোয়ার উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।
পূবালী ব্যাংক ও ডেলটা লাইফের কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition



