ডুপ্লান্টিসের বিশ্বরেকর্ড

Printed Edition
পোলভোল্টে বিশ্বরেকর্ড গড়া সুইডেনের ডুপ্লান্টিস: বিবিসি
পোলভোল্টে বিশ্বরেকর্ড গড়া সুইডেনের ডুপ্লান্টিস: বিবিসি

ক্রীড়া ডেস্ক

১০০ মিটার স্প্রিন্টই যেকোনো অ্যাথলেটিক্স ইভেন্ট বা গেমসের প্রধান আকর্ষণ। পরশু জ্যামাইকার অবলিক সেভিল টোকিওতে চলমান বিশ্ব-অ্যাথলেটিক্সে ১০০ মিটারে স্বর্ণ জিতে আগামী উসাইন বোল্ট হওয়ার ইঙ্গিত দিলেন। আগামীতে যে ফের জ্যামাইকান স্প্রিন্টাররা ট্র্যাক মাতাবেন সেই বার্তাও দিয়ে রেখেছেন অপর জ্যামাইকান কিশানে থমসনের এই ইভেন্টে রৌপ্য জিতে। তাদের কাছে হেরে ব্রোঞ্জপদকে সন্তুষ্ট থাকতে হলো গত অলিম্পিকে দ্রুততম মানব হওয়া যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলেসকে। তবে কাল এই আসরের তৃতীয় দিনটি নিজের করে নিলেন সুইডেনের আরমান্ড ডুপ্লান্টিস। পোলভোল্টে এই ইভেন্টে দুনিয়া সেরা তিনি। প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণ জয়ী এই অ্যাথলেটের দখলে এতদিন ছিল ১৩টি বিশ্বরেকর্ড। কাল টোকিও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আবার তার উড়ন্ত লাফ। এবারো রেকর্ড। ৬.৩০ মিটার লাফিয়ে পোলভোল্টের ১৪তম বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এটি তার বিশ্ব অ্যাথলেটিক্সে টানা হ্যাটট্রিক স্বর্ণ জয়।

এ দিকে বিশ্ব অ্যাথলেটিক্সে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ম্যারাথনে ফটোফিনিশের আশ্রয় নিতে হয়েছে জাজদের। এতে পুরুষদের বিভাগে স্বর্ণ জিতেছেন আফ্রিকান দেশ তানজানিয়ার আলফানসো সিম্বু। এ ছাড়া নারীদের ১০০ মিটার হার্ডলসে সুইডেনের ডিজালি কামবুন্দজি স্বর্ণ জিতেছেন। নিউজিল্যান্ডের গিউডে বিউমিশ পুরুষদের ৩০০ মিটার স্টিপল চেজে এবং কানাডার কেমরাইন রজার্স নারীদের হ্যামার থ্রোতে স্বর্ণপদক গলায় তোলেন।

ফটো ফিনিশ। সাধারনত অ্যাথলেটিক্সে ১০০, ২০০, ৪০০ মিটার দৌড় বা রিলে ইভেন্টেগুলোতে এই ফটো ফিনিশের আশ্রয় নিতে হয় জাজদের। তবে এবার ইতিহাস গড়েছে টোকিওতে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ম্যারাথনে স্বর্ণ ও রৌপ্য জয়ী নির্ধারণে ফটোফিনিশের আশ্রয় নিতে হলো জাজদের। এতে তানজানিয়ার আলফেনসো সিম্বু মাত্র .০৩ সেকেন্ডে এগিয়ে থেকে স্বর্ণ জয় করেন। তার পেছনে থেকে রৌপ্য জয় করেন জার্মানির আমানাল পেত্রোস। দৌড় শেষে হতাশ পেত্রোস বলেন, ম্যারাথনে এমন দৃশ্য আগে কেউ দেখেনি। ২ ঘণ্টা ৯ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সিম্বু। পেত্রোস দৌড় শেষ করেছেন সামান্য পরেই। দুইজন একই সময়ে ফিনিশিং টাচে পৌঁছান। কিন্তু সিম্বুর বুকটা আগে লেগেছে ফিতায়। এখানে কার বুক আগে লেগেছে সেটিই হয় বিবেচ্য।