অস্ত্র ও মাদকসহ দেশজুড়ে গ্রেফতার ১৫১৬ জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার ৫১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫১৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরো ৫৩৩ জন। অভিযানকালে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ১২ বোর একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগজিন, সাত রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, দু’টি চায়নিজ কুড়ালসহ অন্যান্য অপরাধকাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৩ কেজি গাঁজাসহ মো: রাকিব শেখ (২৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাদককারবারি রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাকিব পেশাদার মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করত।