সারা দেশে এমপিওভুক্ত শিকদের কর্মবিরতি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে একসাথে কর্মবিরতিতে গেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক-কর্মচারীরা। রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক-কর্মচারীদের ওপর পুলিশি হামলা, সাউন্ড গ্রেনেড নিপে ও লাঠিচার্জের প্রতিবাদ ও ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন উপজেলায় শিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার থেকে এই লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকি উপজেলায় সব এমপিওভুক্ত শিাপ্রতিষ্ঠানে কাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। শিকদের দাবি মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা শতভাগ প্রদান নিশ্চিত করতে হবে।

মাদারীপুর প্রতিনিধি জানান, দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিকরা। তারা জানান, শিা মন্ত্রণালয় বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠালেও অর্থ মন্ত্রণালয়ের প থেকে তা বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫১টি শিাপ্রতিষ্ঠানের শিক-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। তারা জানান, শিক-কর্মচারীদের রক্ত ঝরানো হয়েছে রোববার প্রেস কাব এলাকায়, এর প্রতিবাদে তাঁরা অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরত।

দশমিনা (পটুয়াখালী) সংবাদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় বিােভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে শিক নেতারা বলেন, যতদিন পর্যন্ত দাবি আদায়ের সরকারি প্রজ্ঞাপন না আসবে, ততদিন আমরা কাসে ফিরব না।

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, মানিকছড়িতে নয়টি মাধ্যমিক স্কুল ও মাদরাসায় শ্রেণিকে কোনো কার্যক্রম নেই। উপজেলা শিক নেতারা আন্দোলনরত শিকদের সমর্থনে প্রতিটি প্রতিষ্ঠানে গেছেন এবং কর্মবিরতির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, এছাড়া ফুলপুর ও মুক্তাগাছা, গাইবান্ধার সাদুল্লাপুরেও চলছে শিক কর্মবিরতি ও বিােভ। এসব কর্মসূচিতে অংশ নিয়ে শিকরা বলেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সরকার শিক সমাজকে অপমান করেছে।