ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘ইফেক্টিভ অডিটিং: টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে এম মুনিরুল আলম আল-মামুন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহ্ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম। বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মু: আলাউদ্দীন হোসেন, জয়েন্ট ডাইরেক্টর মো: শাহাদাৎ হোসেন, ডেপুটি ডাইরেক্টর লেনিন আজাদ পলাশ ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু: মিজানুর রহমান। এ ছাড়া আইবিটিআরের বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংকের অডিটবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition



