চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর মাদরাসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প আন-নাবিল বৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম নগরীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদরাসার ইবতেদায়ি তৃতীয় শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
কেন্দ্র পরিদর্শন করেন আন-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাছান, আন-নাবিল বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসাইন জুয়েল, আহ্বায়ক মুমিনুল হক ও সদস্যসচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূঁইয়াসহ অন্যরা। বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান মাদরাসা শিক্ষায় সন্তানদের অনুপ্রাণিত করতে অভিভাবকদের আহ্বান জানান এবং মাদরাসা শিক্ষার্থীর অবদানের কথা উল্লেখ করে মাদরাসা শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানান। আন-নাবিল বৃত্তি প্রকল্পের আহ্বায়ক মুমিনুল হক বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সব সদস্য, হল পরিদর্শক, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।



