নয়া দিগন্ত ডেস্ক
নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, যেকোনো সময়ের একটি উপযোগিতা আছে তা আমাদেরকে গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে। তা না করলে আমরা পিছিয়ে পড়ব। নয়া দিগন্তের তিন বিভাগের ব্যুরোপ্রধান ও জেলা প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল রাজধানীতে নয়া দিগন্তের বোর্ডরুম থেকে অনলাইন প্ল্যাটফরম জুম-এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন মুহাম্মদ বাবর প্রতিনিধিদের উদ্দেশে আরো বলেন, সময়ের পরিবর্তনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভোগান্তি বাড়বে। আর যেন কোনো স্বৈরসরকার ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের ইনক্লুসিভ হওয়া উচিত। দেশের স্বার্থরক্ষা করে ইতিবাচকভাবে জনগণের সামনে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে।
দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল ব্যুরোপ্রধান এবং জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নয়া দিগন্তের মফস্বল বিভাগের ইনচার্জ মীম ওয়ালীউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী।
প্রতিনিধিদের উদ্দেশে মাসুমুর রহমান খলিলী বলেন, সব সময় মধ্যমপন্থা আবলম্বন করা উচিত। উপস্থাপনের আগে সংবাদ যাচাইয়ের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ জরুরি। সেটা না করলে সংবাদ ও সাংবাদিকতার গ্রহণযোগ্যতা থাকে না। খবরের বিশ্বাসযোগ্যতা না থাকলে নিউজ পেপারের চাহিদা কমতে থাকবে। তিনি আরো বলেন, গণমাধ্যমে সংবাদ পরিবেশনের যে পরিবর্তন সূচনা হয়েছে তার সাথে সাংবাদিকদের সামঞ্জস্য রাখা প্রয়োজন।
নয়া দিগন্তের সিটি এডিটর ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে প্রতিনিধিদের ওপরই পত্রিকার মর্যাদা নির্ভর করে। সে দিকে লক্ষ রেখে প্রতিবেদনের মান উন্নয়নে মনোযোগী হওয়া প্রয়োজন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, নয়া দিগন্তের জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স রফিকুল আলম, হেড অব মাল্টিমিডিয়া মোস্তাফিজুর রহমান, অনলাইন এডিটর ইকরামুল ইসলাম বিপ্লব, এজিএম সার্কুলেশন মেজবাউদ্দিন হেলাল।
প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ব্যুরোপ্রধান নূরুল মোস্তফা কাজী, বরিশাল ব্যুরোপ্রধান আযাদ আলাউদ্দিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, টাঙ্গাইল প্রতিনিধি মালেক আদনান, শরীয়তপুর প্রতিনিধি বোরহানউদ্দিন রাব্বানি, বান্দরবান প্রতিনিধি মিনারুল হক, খাগড়াছড়ি প্রতিনিধি রফিকুল ইসলাম রকি, নোয়াখালী প্রতিনিধি হানিফ ভূঁইয়া, ফেনী প্রতিনিধি শাহাদাত হোসাইন, কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান, ঝালকাঠি থেকে প্রতিনিধি আতিকুর রহমান, পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়া, ভোলা প্রতিনিধি শাহাদাত হোসেন, চাঁদপুর প্রতিনিধি ইলিয়াস পাটোয়ারী, নরসিংদী প্রতিনিধি আব্দুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী ঝিলন ও মহানগর প্রতিনিধি আজিজুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন এইচ আর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আজহারুল ইসলাম, আইটি চিফ মিজানুর রহমান, আইটি এক্সিকিউটিভ জহিরুল ইসলাম প্রমুখ।



