প্রিন্স অ্যান্ড্রুকে রাজপদ ও রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিলেন রাজা চার্লস

Printed Edition
প্রিন্স অ্যান্ড্রুকে রাজপদ ও রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিলেন রাজা চার্লস
প্রিন্স অ্যান্ড্রুকে রাজপদ ও রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিলেন রাজা চার্লস

রয়টার্স

ব্রিটিশ রাজপরিবারে এক ঐতিহাসিক সিদ্ধান্তে রাজা চার্লস তার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে রাজপদ ও বাসভবনের অধিকার থেকে সরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, অ্যান্ড্রু এখন থেকে ‘প্রিন্স’ উপাধি ব্যবহার করতে পারবেন না এবং তাকে উইন্ডসরের রাজপ্রাসাদ ‘রয়্যাল লজ’ থেকে সরে যেতে হবে। এই সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রু এখন থেকে পরিচিত হবেন ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে।

তার দীর্ঘদিনের বাসস্থান ‘রয়্যাল লজে’র লিজ বাতিল করা হয়েছে এবং তাকে স্যান্ড্রিংহ্যাম এস্টেটের একটি ব্যক্তিগত কটেজে স্থানান্তর করা হবে। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন কেলেঙ্কারির অভিযোগ এবং বিতর্ক চলছিল, বিশেষ করে মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের সাথে তার সম্পর্ক নিয়ে। যদিও অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করে আসছেন, রাজ পরিবারের ভাবমূর্তি রক্ষায় রাজা চার্লস এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

‘রয়্যাল লজ’ বিতর্কও দীর্ঘ দিন ধরে চলছিল। অ্যান্ড্রু প্রায় বিনামূল্যে এই রাজপ্রাসাদে বসবাস করছিলেন, একটি নামমাত্র ভাড়া চুক্তির আওতায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তাকে ফ্রগমোর কটেজে স্থানান্তর করা হবে, যেখানে আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল থাকতেন। পরে সিদ্ধান্ত হয়, তাকে স্যান্ড্রিংহ্যামে পাঠানো হবে। রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত রাজপরিবারের ভাবমূর্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা চার্লস স্পষ্ট করে দিয়েছেন, বিতর্কিত সদস্যদের বিষয়ে তিনি কঠোর অবস্থান নেবেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ রাজা চার্লসের নেতৃত্বে রাজপরিবারে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। এটি ভবিষ্যতে রাজপরিবারের অভ্যন্তরীণ নীতিমালায় আরো পরিবর্তনের পথ খুলে দিতে পারে। এই সিদ্ধান্ত শুধু রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং ব্রিটিশ সমাজে রাজতন্ত্রের গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থানের প্রশ্নেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।