বিশেষ সংবাদদাতা
সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
গতকাল বিকেলে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যদি আজকের প্রেক্ষাপটে আমাকে প্রশ্ন করেন, তাহলে বলতে হবে, আমি এ মুহূর্তের সৃষ্ট পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি। হতে পারে অনেকেই এ জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়, বরঞ্চ আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোনো বাস্তবতা নয়। সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এ সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।’
ড. মঈন খান বলেন, ‘আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনই বা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম। তা ছাড়া আরও প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছিল, তারা কি এ দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ছিল না? তদুপরি এ প্রশ্নও আসতে পারে যে, এ অন্তর্বর্তীকালীন সরকারের কি এ জটিল এক্সারসাইজে যাওয়ার আদৌ কোনো প্রয়োজন ছিল, নাকি স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো?’
জনগণই বিএনপির আসল শক্তি
গণসংযোগে ডা: মাজহার
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণই বিএনপির আসল শক্তি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মন্ডল মাস্টার, ভাইস প্রিন্সিপাল টাঙ্গাইল হাতিয়া ডিগ্রি কলেজ মো: হায়দার আলী, ফালু সিকদার, রস্তম আলী, ইমু মন্ডল, সাহেব আলী, গাছা থানা বিএনপির সাবেক সহসভাপতি মো: আজহারুল ইসলাম খন্দকার, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো: মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দফতর সম্পাদক মো: আলম মাস্টার, বাসন থানা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মো: আবু বক্কর সিদ্দিক, মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মো: ইজ্জত আলী প্রমুখ।



