গিগাবাইটের নতুন গেমিং মনিটর

Printed Edition
গিগাবাইটের নতুন গেমিং মনিটর
গিগাবাইটের নতুন গেমিং মনিটর

প্রযুক্তি ডেস্ক

গিগাবাইট তাদের নতুন প্রজন্মের গেমিং মনিটর গিগাবাইট এমও-২৭ কিউ-২৮ জি বাজারে আনছে। এটি একটি ২৭ ইঞ্চি কিউএইচডি গেমিং মনিটর, যেখানে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্যানেল। মনিটরটিতে রয়েছে সর্বোচ্চ ২৮০ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা গেমারদের জন্য দেবে মসৃণ ও ঝকঝকে ভিজুয়াল অভিজ্ঞতা।

ফোর সাইড বর্ডারলেস ডিজাইন মনিটরটিকে দিয়েছে ৯৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। এলজি ডিসপ্লের সর্বশেষ চতুর্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্যানেল ব্যবহারের ফলে মনিটরটি প্রচলিত ওএলইডি মনিটরের তুলনায় সর্বোচ্চ উজ্জ্বলতা, ২০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার এবং নিখুঁত কালার রিপ্রোডাকশন নিশ্চিত করবে। চোখের আরামের জন্য মনিটরটি ফ্লিকার-ফ্রি, ডিসকমফোর্ট গ্লেয়ার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফায়েড।

মনিটরটির এইচডিআর পিক ব্রাইটনেস ১৫০০ নিটস, যা গেম ও ভিজুয়াল কনটেন্টকে করে আরো জীবন্ত। এটি ৯৯.৫ শতাংশ ডিসিআই-পি৩ এবং ৮৪ শতাংশ বিটি.২০২০ ওয়াইড কালার গ্যামুট কভারেজ সাপোর্ট করে। এ ছাড়া ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ সার্টিফিকেশন থাকায় নিখুঁত কালো স্তর প্রদর্শন করতে সক্ষম।

গেমারদের জন্য মনিটরটিতে আছে ট্যাকটিক্যাল সুইচ ২.০। যার মাধ্যমে এক ক্লিকেই পরিবর্তন করা যাবে বিভিন্ন রেজুলিউশন ও অ্যাসপেক্ট রেশিও। আলট্রা ক্লিয়ার মোড : দ্রুতগতির গেমে ব্লার কমায় ও মোশন ক্ল্যারিটি বাড়ায়। ভিআরআর-এন্টি ফ্লিকার কম ফ্রেমরেটেও রিফ্রেশ রেট সামঞ্জস্য করে ফ্লিকার প্রতিরোধ করে। গেম এসিস্ট সাধারণত অন-স্ক্রিন টুল যেমন ক্রসহেয়ার ও টাইমার, যা গেমারদের নিয়ন্ত্রণ ও পরিস্থিতি বোঝায় সহায়তা করে। গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান জানিয়েছেন, ‘উন্নত থার্মাল ম্যানেজমেন্ট এবং শক্তিশালী ফিচার সেটের কারণে গিগাবাইট এমও-২৭ কিউ-২৮ জি গেমিং মনিটরটি দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এটি বৈশ্বিক বাজারে উন্মুক্ত হয়েছে। বাংলাদেশে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে শিগগিরই পাওয়া যাবে।