জামায়াতের ৫ দফা ফ্যাসিবাদ নির্মূলের দাবি : মুহাম্মদ শাহজাহান

Printed Edition
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন মুহম্মদ শাহজাহান : নয়া দিগন্ত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন মুহম্মদ শাহজাহান : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি মূলত ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করার একটি গণদাবিতে পরিণত হয়েছে। দেশের সব শ্রেণীর জনগণ এতে পূর্ণ সমর্থন দিচ্ছে। তাই উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে পাঁচ দফা দাবি অনুযায়ী জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়া। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। গণহত্যার সাথে সংশ্লিষ্ট সবার বিচার সম্পন্ন করা। ফ্যাসিবাদের দোসর তথা সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা এখন জনতার দাবি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না করলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে। তাই ফ্যাসিবাদ উত্থানের সব পথ বন্ধ করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাঁশখালী উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের ও উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহসহ জামায়াত নেতারা।

এ ছাড়া কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

সাতকানিয়া উপজেলার উদ্যোগে বিকাল ৫টায় পৌরসদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, এম ওয়াজেদ আলী, উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমির অধ্য হামিদ উদ্দীন আজাদ, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ ।

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা জামায়াতের উদ্যোগে সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, মুহাম্মদ নুরুল হক, আনোয়ারা উপজেলা আমির মাস্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আবছার চৌধুরীসহ উপজেলা নেতারা।

পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: ফরিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, আ.ক.ম ফরিদুল আলম, মহানগরী পেশাজীবী থানার আমির শাহজাহান মহিউদ্দীন, জেলা শূরা সদস্য মাস্টার নাছিরুল আলম শেখ, উপজেলা আমির জসিম উদ্দীন, কালারপোল থানার আমির মাস্টার এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমির মাস্টার সেলিম উদ্দীনসহ স্থানীয় নেতারা।

চন্দনাইশ উপজেলা ও উত্তর সাতকানিয়া থানা জামায়াতের উদ্যোগে বিকেল ৫টায় দোহাজারীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহসেক্রেটারি মুহাম্মদ ইসহাক। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: শাহাদাৎ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, সাবেক কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সাইফুদ্দীন, জেলা শূরা সদস্য ডা: আবদুল জলিল, মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দীন, উত্তর সাতকানিয়া থানার আমির মাস্টার সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।

লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মো: নোমান। এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান প্রমুখ।

বোয়ালখালী উপজেলা জামায়াতের উদ্যোগে বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, বোয়ালখালী উপজেলা আমির ডা: খোরশেদ আলম, পৌরসভার আমির মাস্টার হারুনুর রশিদ প্রমুখ।