গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ছয় মাস মেয়াদি জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সেলিম রেজাকে আহ্বায়ক এবং জয়নুল আবেদীনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব পদে মোট ছয় জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৩ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন- আল আমিন, কাজী জহিরুল ও সুমাইয়া ইসরাত। যুগ্ম সদস্যসচিব মনোনীত হয়েছেন- তরিকুল ইসলাম, আলতাফ উদ্দিন ও ফাহিম ইসলাম। শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এবং প্রধান সংগঠক নাঈম আহমেদ কমিটি অনুমোদন করেন। উল্লেখ্য, আপ বাংলাদেশ সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।



