আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫

Printed Edition

আলআরাবিয়া

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ ও কান্দাহার থেকে যাত্রী নিয়ে বাসটি কাবুল যাচ্ছিল। বুধবার সকালে কাবুলের আরগান্দি এলাকায় পৌঁছানোর পর বাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি জানিয়েছেন, প্রাথমিক খবরে ইঙ্গিত পাওয়া গেছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।