বিনোদন প্রতিবেদক
দুর্গা পূজা বাবা মায়ের সঙ্গে উদযাপন করতেই সুদূর আমেরিকা থেকে কাউকে না জানিয়ে দেশে এসেছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। মূলত তমালিকার বাবা কিছুটা অসুস্থ বিধায় বাবাকে দেখতে এবং সেইসাথে পরিবারের সবার সাথে কিছুটা সময় একান্তে কাটাতে দেশে এসেছিলেন তিনি। খুব অল্প সময়ের জন্যই তিনি দেশে এসেছিলেন। এরই মধ্যে তিনি আমেরিকাতে ফিরেও গেছেন। কিন্তু ফিরে যাবার আগে তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্তীর সাথে দেখা করে গেছেন। আমেরিকাতে যখন মন্দিরা গিয়েছিলেন তখন তমালিকার সাথে দারুণ সখ্য হয় মন্দিরার। তমালিকার কথাবার্তা আচরণে ভীষণ মুগ্ধ হন মন্দিরা। এর পর থেকেই মূলত একে অন্যের সাথে নিয়মিত যোগাযোগটা রাখেন। তমালিকা দেশে আসার আগেই মন্দিরার সাথে দেশে আসার বিষয়টি শেয়ার করেন এবং একদিন মন্দিরার বাসায় চুটিয়ে আড্ডা দেবেন বলেও কথা দেন। এরই মধ্যে তমালিকা কর্মকার পরিবারের সাথে ব্যস্ত সময় থেকে সময় ম্যানেজ করে রাজধানীর গুলশানে মন্দিরার বাসায় গিয়েছিলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গল্প আড্ডায় মেতে উঠেছিলেন। তমালিকা বলেন, ‘মন্দিরাকে প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছিল। কী মিষ্টি তার হাসি, কী চমৎকার তার ব্যবহার। কাজল রেখা এবং নীলচক্রতে অভিনয় করেছে চমৎকার। যদিও সে আমার জুনিয়র কিন্তু তার পরও সব মিলিয়ে তার পার্সোনালিটি আমাকে মুগ্ধ করেছে। আমাদের দু’জনের মধ্যে এখন দারুণ সখ্য। নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। ঢাকায় গিয়ে তার সাথে গল্প করে আড্ডা দিয়ে আমার কাছে দারুণ লেগেছে।



