আলজাজিরা
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের শোস্তকা রেলস্টেশনে রাশিয়ার এক হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে হামলাটিকে ‘নৃশংস’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘রাশিয়ানরা জানত যে তারা বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে।’
শোস্তকা শহরটি রুশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিগোরভ জানান, হামলাটি একটি কিয়েভগামী যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে চালানো হয়। তিনি সামাজিক মাধ্যমে একটি জ্বলন্ত বগির ছবি প্রকাশ করেছেন। সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার টেলিগ্রামে লিখেছেন, আহত যাত্রী রয়েছে। উদ্ধারকর্মী, চিকিৎসক ও জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে কাজ করছে।
গত দুই মাস ধরে রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলা চালাচ্ছে। শুক্রবার রাতেও রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান হামলা চালায়, যা ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। এতে বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে। ওই হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।
অন্য দিকে ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, তারা রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার শহর ও বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিনের হামলার প্রতিশোধ হিসেবে তারা দীর্ঘপাল্লার ড্রোন আক্রমণ বাড়াবে।



