ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

রাজপুত্রের যেন আর তর সইছিল না। আংটিটি হাতে নিয়েই সে আংটির সাথে কথা বলতে শুরু করে। বলে, আংটি, এবার তুমি তো আমার। আমার কথা শুনতে হবে তোমাকে। তুমি এনে দাও আমার স্বপ্নের সেই রূপের কন্যাকে, যার মাথার ঘন কালো চুলে রয়েছে এত সুঘ্রাণ। যে কন্যার কয়েকগোছা চুল ভেসে ভেসে চলে এসেছিল আমার কাছে। হে শ্রী আংটি, তুমি এনে দাও তাকে আমার কাছে।

শুধুই কি রূপের কন্যাকে চাও তুমি? শ্রী আংটি প্রশ্ন করে রাজপুত্রকে।

সাথে চাই রূপের কন্যার সেই প্রাসাদটিও।

শ্রী আংটি বলে, কোথায় বসাব সেই প্রাসাদ?

রাজপুত্র বলে, ওই যে দূরে ফুলের বাগান ঘেরা জমি, ওই জমির ওপর বসিয়ে দাও সুরম্য সেই প্রাসাদটিকে।

শ্রী আংটি বলে, তুমি চোখ বুজো এবং চোখ খোলো। তারপর চেয়ে দেখো তোমার সামনের ওই বাগানটির দিকে। তোমার স্বপ্নকে তুমি ওখানেই পাবে। (চলবে)