সু চির মুক্তিতে চীনের সহায়তা কামনা ছেলের

Printed Edition

রয়টার্স

মিয়ানমারের সামরিক জান্তার কারাগারে বন্দী নোবেলজয়ী নেত্রী অং সান সু চির মুক্তি নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন তার কনিষ্ঠ ছেলে কিম এরিস। লন্ডনে বসবাসরত এরিস বলেন, মিয়ানমারের সঙ্কট সমাধানের পূর্বশর্ত হিসেবে আমার মায়ের মুক্তি দরকার বলে আমি বিশ্বাস করি।

বর্তমানে ৮০ বছর বয়সী সু চি ১৯৮৯ সাল থেকে মোট ১৯ বছর আটক অবস্থায় কাটিয়েছেন। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেও তিনি তখন গৃহবন্দী ছিলেন, ফলে তার ছেলে এরিস পুরস্কারটি গ্রহণ করেন। জনসম্মুখে সাধারণত নীরব থাকা এরিস ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মায়ের স্বাস্থ্য ও বন্দী অবস্থার বিষয়ে সরব হন।

সাউথ চায়না মর্নিং পোস্টকে তিনি বলেন, আমি কারাগারে আমার মাকে দেখতে যেতে চাই। তিনি আরো বলেন, জান্তা নেতা মিন অঙ হ্লাইয়ের চেয়ে সু চির সাথে চীনের সম্পর্ক বেশি ভালো ছিল। আমার মা চীনের সাথে একটি উৎপাদনশীল সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং সেটিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করতেন।