রয়টার্স
ফিলিপাইন ও কানাডা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী পারস্পরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং অপারেশনাল সহযোগিতায় অংশ নিতে পারবে। ২ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি ‘স্ট্যাটাস অব ভিসিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট (এসওভিএফএ)’ নামে পরিচিত, যা কানাডার জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রথম সামরিক চুক্তি। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো টিওডোরো এবং কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার এ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিরক্ষামন্ত্রী টিওডোরো বলেন, ‘এ চুক্তি আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।’ কানাডার মন্ত্রী ব্লেয়ার বলেন, ‘আমরা একটি মুক্ত ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’ এ চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।



