নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বেপরোয়া গতির একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। অন্য দিকে বরিশালের গৌরনদীতে বাসচাপায় নিহত হয়েছেন এক পথচারী।
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শনিবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। বাসটি পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শী সাইফুল ইসলাম বলেন, হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কর্ণফুলী টানেলে চলাচলরত যানবাহনের জন্য স্পিড লিমিট ও নজরদারির ব্যবস্থা আরো কড়াকড়ি করা প্রয়োজন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতা, নিয়মিত টানেল নিরাপত্তা পরিদর্শন ও জরুরি উদ্ধার ব্যবস্থার উন্নয়ন করা জরুরি।
স্থানীয় প্রশাসনও দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদপে নেবে বলে জানিয়েছে।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনার কারণে কিছু সময় টানেলের ওই প্রান্তে যান চলাচল বন্ধ থাকে। পরে তিগ্রস্ত বাস সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে বাসের চাপায় আ: রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ: রশিদ খান পটুয়াখালী জেলার বাউফল পৌর এলাকার বাংলাবাজার মহল্লার মো: ছোবেদ আলি খানের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহন থেকে আ: রশিদ খান আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।



