ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
সরকার আসে, সরকার যায়, কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেউলী ঘাটের মানুষের জীবনে পরিবর্তন আসে না। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, এখনো তারা একটি স্থায়ী ব্রিজের স্বপ্ন দেখছে। বাধ্য হয়ে নিজেদের অর্থে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করেছে একটি অস্থায়ী সাঁকো, যা এখন তাদের জীবনের ঝুঁকিপূর্ণ ভরসা।
দেউলী ঘাট দিয়ে খাইরুল, রিষিঘাট, চাঁদপাড়া, ভর্ণাপাড়া, সাতপাড়া, মুংলিশপুর, নলডাঙ্গা, গিলাবাড়ি ও আঙ্গারীপাড়া, এই ৯টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বর্ষা এলেই এই পথ মৃত্যু ফাঁদে পরিণত। শিশু, শিার্থী, বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী, সবাইকে জীবন বাজি রেখে এই ভাঙা কাঠের সাঁকো পেরোতে হয়। নৌকাই তখন একমাত্র বিকল্প, কিন্তু তাতেও নিরাপত্তার নিশ্চয়তা নেই। স্থানীয়দের অভিযোগ, প্রতি নির্বাচনে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা থেকে যায় কাগজেই। কৃষিনির্ভর এই এলাকার মানুষজন বর্ষাকালে কৃষিপণ্য আনা-নেয়ার জন্য পাঁচ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হন। এতে সময়, শ্রম ও অর্থ, সব দিক থেকেই তির শিকার হচ্ছেন তারা। ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘বিগত সরকারের সময় এমপি ও উপজেলা পরিষদ থেকে প্রস্তাব পাঠানো হলেও কোনো ফল হয়নি। এবার নতুন অর্থবছরে আবারো প্রস্তাব দেয়া হয়েছে, আশা করছি কাজ শুরু হবে।’
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘ব্রিজ না থাকায় কয়েকটি গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে রয়েছেন। বর্ষায় শিার্থী ও কৃষকদের চলাচল কঠিন হয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপরে সাথে যোগাযোগ করা হচ্ছে।’ অর্ধশতাব্দীর অপোয় কান্ত মানুষের এখন একটাই দাবি, ‘আর প্রতিশ্রুতি নয়, চাই একটি স্থায়ী ব্রিজ, যাতে নিরাপদে হাঁটতে পারি, স্বপ্নে ফিরি।’



