ফিলিপাইনে টাইফুনের আঘাতে মৃত্যু ২৬

Printed Edition
মধ্য ফিলিপাইনের সেবু শহরে টাইফুন কালমেগির কারণে সৃষ্ট বন্যার পর ক্ষতিগ্রস্ত যানবাহনের স্তূপ : ইন্টারনেট
মধ্য ফিলিপাইনের সেবু শহরে টাইফুন কালমেগির কারণে সৃষ্ট বন্যার পর ক্ষতিগ্রস্ত যানবাহনের স্তূপ : ইন্টারনেট

আলজাজিরা

ফিলিপাইনের মধ্যাঞ্চলে টাইফুন কালমেগি ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছে, যার ফলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টাইফুনটি সেবু, লেইটে ও নেগ্রোস দ্বীপে আঘাত হানে, যেখানে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বাতাস এবং ১৮৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া ঘরবাড়ি, গাছ ও বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়।

সেবু প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, যেখানে ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে লেইটে ও নেগ্রোস অঞ্চলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনেক এলাকা এখনো পানির নিচে এবং কিছু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ ছাদের ওপর আশ্রয় নিয়েছে এবং উদ্ধারকর্মীরা নৌকায় করে উদ্ধারকার্যক্রম চালাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। টাইফুন কালমেগি ছিল ২০২৫ সালের ২০তম ক্রান্তীয় ঝড়, যা সোমবার মধ্যরাতে উপকূলে আঘাত হানে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত স্থলভাগে তাণ্ডব চালায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি এখন দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে, তবে পরবর্তী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সরকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্কুল, অফিস ও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।