হারে শুরু বসুন্ধরা কিংসের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের মতোই দুর্বল বসুন্ধরা কিংসের রক্ষণ ভাগ। তাই গতকাল ফরোয়ার্ডরা দুই গোল করলেও তাদের হারতে হয়েছে। কুয়েতের রাজধানীতে গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ‘বি’ গ্রুপের এই ম্যাচে ওমানের আল শিবের কাছে ২-৩ গোলে হার বাংলাদেশী ক্লাবটির। তপুদের পরের ম্যাচ ২৮ তারিখে লেবাননের আল আনসারের বিপক্ষে।

কুয়েত সিটিতে কাল বসুন্ধরা কিংস শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। তিন মিনিটেই তারা গোলের কাছে যায়। তবে ডরিয়েলটনের শটে ঠেকান ওমানী ক্লাব আল শিবের গোলরক্ষক। তবে এর পরই গোল হজম। বাম দিক থেকে আসা লব নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের প্লেসিংয়ে মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন আল শিবের ফুটবলার। ৪৩ মিনিটে কর্নার থেকে সমতা আনা বাংলাদেশী ক্লাবটির। মোহাম্মদ সোহেল রানার কর্নার ডিফেন্সে ক্লিয়ার হওয়ার পর তাজউদ্দিনের লবে ডান পায়ের শটে স্কোর ১-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। বিরতির পর এগিয়ে যায় বসুন্ধরা কিংস। লব থেকে আসা বলে ডরিয়েলটনের পাস থেকে গোল করেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে নেয়া তার শটে পরাস্ত ওমানী ক্লাবের গোলরক্ষক। তবে এর পরই বসুন্ধরা কিংসের ডিফেন্ডারদের ভুলে সমতা আল শিবের। বসুন্ধরার ডিফেন্স লাইন সংগঠিত হতে পারছিল না। সেটিরই খেসারতে আবার গোল। ডান দিক থেকে আসা ক্রস ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাম ভলিতে আল শিবকে এগিয়ে নেন তাদের ফরোয়ার্ড।