অরোরা হাসপাতাল ও বাইসস করপোরেট চুক্তি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অরোরা স্পেশালাইজড হাসপাতাল ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) মধ্যে গতকাল করপোরেট চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) সদস্য, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের সেবা গ্রহণে করপোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন। অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে চুক্তিতে সই করেন ভাস্কুলার নিউরোসার্জারি বিভাগের কনসাল্ট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: সামসুল আলম, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিভাগের কনসাল্ট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা। বাইসসের পক্ষে সই করেন ভাইস চেয়ারম্যান লায়ন ইকবাল হোসাইন, মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম রহমান খলিফা, বিশেষ সচিব এস এম সাখাওয়াত।

অনুষ্ঠানে অরোরার হাসপাতালে সুপারভিশন ডিরেক্টর মো: হাফিজুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান এ এস এম জাফর উল্লাহ, মার্কেটিং বিভাগের ইনচার্জ মো: নাহিদ জামাল, করপোরেট এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মামুন, সাজ্জাদ বিন সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।