তাক-১

জানা-অজানা

Printed Edition
তাক-১
তাক-১

ছোট্ট বন্ধুরা,

তোমরা সবাই তাক চেনো, তাই না? তাক কী? দেয়াল-আলমারি ইত্যাদিতে জিনিসপত্রাদি রাখার জন্য তক্তা বা এজাতীয় উপকরণ দিয়ে তৈরি দ্রব্যাধারকে বলে তাক। তাকের অপর নাম থাক। বিভিন্ন ধরনের তাক রয়েছে, যেমন- রান্নাঘরের তাক, শোবার ঘরের তাক, ড্রয়িং রুমের তাক ইত্যাদি। দ্রব্য রাখার বিভিন্নতায়ও তাকের প্রকারভেদ দেখা যায়। যেমন বইয়ের তাক, কাপড় রাখার তাক, মসলা রাখার তাক ইত্যাদি। এবার তাকের ছবি দেখো এবং মজা করো।