মুক্তাগাছায় ইট-বালু সরবরাহ নিয়ে দ্বন্দ্বে বাইপাস সড়কের কাজ বন্ধ

Printed Edition
মুক্তাগাছার সাতাশিয়া থেকে ভাবকীর মোড় পর্যন্ত বাইপাস সড়ক : নয়া দিগন্ত
মুক্তাগাছার সাতাশিয়া থেকে ভাবকীর মোড় পর্যন্ত বাইপাস সড়ক : নয়া দিগন্ত

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের অংশ হিসেবে মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া থেকে ভাবকীর মোড় পর্যন্ত নির্মিতব্য বাইপাস সড়কের পশ্চিমাংশের কাজ দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ইট ও বালু সরবরাহকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে কাজ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

গত ৬ সেপ্টেম্বর বালুবাহী একাধিক ট্রাক ভাবকীর মোড়ে পৌঁছালে যুবদলের একটি গ্রুপ বালু ফেলতে বাধা দেয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। সরেজমিনে দেখা গেছে, সড়কের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কর্মক্ষেত্রে নেই কোনো শ্রমিক বা উপকরণবাহী ট্রাক। অথচ কয়েক দিন আগেও সেখানে ইট-বালুর সরব উপস্থিতি ছিল।

জানা গেছে, প্রকল্পের উপকরণ সরবরাহের কাজ পেয়েছেন মুক্তাগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিলের প্রতিষ্ঠান ‘মেসার্স শাকিল এন্টারপ্রাইজ’। তিনি এরই মধ্যে প্রায় দেড় লাখেরও বেশি ইট ও এক লাখ ঘনফুটেরও বেশি বালু সরবরাহ করেছেন। তবে যুবদলের একটি অংশ অভিযোগ করছে, এ কাজ এককভাবে নয়, সবার অংশগ্রহণে হওয়া উচিত। এ নিয়ে দুই পক্ষের বিরোধে কাজ বন্ধ রয়েছে।

মুক্তাগাছা পৌর যুবদলের সভাপতি প্রার্থী মিঠু চক্রবর্তী বলেন, ‘ইট-বালুর সরবরাহ ছাত্রদল একা করবে কেন? আমরা সবাই মিলে কাজ করব। বিনা কারণে কিছু চাই না, কাজ করেই অর্থ নেবো।’ অপরদিকে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী সিরাজুল হক দাবি করেন, ‘গুজব ছড়িয়ে গাড়ি আটকানোর কথা বলা হচ্ছে। সরবরাহের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নতুন টেন্ডার হলে অন্যরা কাজ পাবেন।’

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু জানান, দলের ভেতরে কয়েকটি গ্রুপ ব্যবসায় ভাগ চায়। ঠিকাদার যদি সুষ্ঠুভাবে ভাগ করে দেন, তবে সমস্যা মিটে যাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার অরুণ কুমার দেবনাথ জানান, প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে কাজ বন্ধের কারণ নিয়ে স্পষ্ট কিছু না বলে তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের প্রকৌশলী আবুল বাশার সাদ্দাম হোসেন জানান, দুই পক্ষের দ্বন্দ্বের কথা তার জানা নেই। তিনি দাবি করেন, বৃষ্টির কারণে কাজ বিলম্বিত হতে পারে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত ৪৭ কিলোমিটার দীর্ঘ মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক (এন-৪০৩) প্রকল্পের আওতায় মুক্তাগাছা বাইপাস সড়ক নির্মিত হচ্ছে। ২০২১ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।