মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের অন্যতম প্রধান সড়ক নাসিরের ডেইল থেকে সাপমারা ডেইল পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভঙ্গুর ও কর্দমাক্ত অবস্থায় ছিল। এর ফলে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, রোগী, কৃষক, জেলে ও লবণচাষিরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এই দুরবস্থার প্রতিকার ও জনদুর্ভোগ লাঘবের জন্য খন্দকার রাইহান উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ড.হামিদ আযাদের বিশেষ যোগাযোগ ও প্রচেষ্টায় সড়কটির পুনর্নির্মাণের অনুমোদন মঞ্জুর হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট সব দফতরে চিঠি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মামুন খান বলেন, ‘ধলঘাটের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল হওয়ায় সেখানে সড়ক নির্মাণ বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে। আনুমানিক ৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবিত হয়েছে। জাইকা ফান্ডের আওতায় এক মাসের মধ্যেই সড়ক নির্মাণকাজ শুরু হবে।’
এ প্রসংগে সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘মহেশখালী ও কুতুবদিয়ার সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমি সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর মহেশখালী ও কুতুবদিয়ায় ফেরি চালু করার জন্য আবেদন করেছিলাম। ইতোমধ্যে মহেশখালীতে সি ট্রাক চালু হয়েছে। খুব শিগগিরই কুতুবদিয়া সি ট্রাক চালু হবে ইনশাআল্লাহ। এ ছাড়া মগনামা জেটি মেরমতের কাজও বাস্তবায়নের পথে। বিজ্ঞপ্তি।



