গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

Printed Edition
গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যের জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর গ্রামে নন্দকুজা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে সকাল থেকেই শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণ দর্শনার্থীদের ঢল নামে। নদীর ঢেউয়ের সাথে মিশে মানুষের উচ্ছ্বাস যেন একাকার হয়ে যায়। মাল্লাদের বৈঠার শব্দে, ছন্দ তোলের সাথে সমবেত হন অগণিত সমর্থক ও দর্শক। আর নদীর দুই তীরে দাঁড়িয়ে নানা বয়সের হাজার হাজার উৎসুক দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। পুরো এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।

গত শনিবার থেকে দুই দিনব্যাপী এ নৌকাবাইচ বিপুল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে চলে রোববার পর্যন্ত। বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর গ্রামবাসীর আয়োজনে গ্রামীণ বাংলায় যেন এক পুনর্জাগরণের উৎসবে রূপ নেয়।

রোববার নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বিএনপি নেতা ফজলুর রহমান সোনারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, আয়োজক গ্রামবাসীর পক্ষে নৌকাবাইচে নেতৃত্ব দেন শাহিন সরকার। বক্তব্যে শেষে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নিউ একতা চ্যালেঞ্জারকে মোটরসাইকেল, দ্বিতীয় আল মদিনা এক্সপ্রেসকে বড় ফ্রিজ ও তৃতীয় পদ্মা এক্সপ্রেসকে ছোট ফ্রিজ পুরস্কার দেয়া হয়। বাইচে বিশালাকৃতির মোট ১২টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৪০-৫০ জন করে মাল্লা ছিলেন। অংশগ্রহণকারী অন্যান্য নৌকাপ্রতি একটি করে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।