রাজপথে মৃত্যুর হানা

তিন জেলায় নিহত ৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই আরোহী ঘটনাস্থলে নিহত এবং আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি বিকল ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) সড়কের ওপর দাঁড়ানো ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি (নং ময়মনসিংহ-থ-১১-০৪২৮) গভীর রাতে গন্তব্যে যাওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পায়নি। ফলে সিএনজিটি সরাসরি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারসহ (৪০) একজন অজ্ঞাত নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা দুর্ঘটনায় তুবা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হালিমাবাদ (গলাকাটা) বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল উজানপাড়া নদীর পাড় নির্বাসি প্রবাসী লিয়াকত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, তুবা অন্যদের সাথে নিজ বাড়িতে ফেরার পথে হালিমাবাদ (গলাকাটা) বাজারে অটোরিকশা ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সোহরাব আলী সরদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদর প্রধান সড়কের কালীবাড়ি এলাকায়। নিহত সোহরাব উপজেলার হরিঢালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সোবহান আলী শেখের ছেলে।

প্রত্যদর্শীরা জানায়, সোহরাব জীবিকার তাগিদে উপজেলার বিভিন্ন প্রান্তে ভিক্ষা করে বেড়ায়। প্রতিদিনের মতো শুক্রবার উপজেলা সদরের কালীবাড়ি এলাকায় ভিক্ষা করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আকষ্মিক দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় আলিমুল নামে এক ব্যক্তি তাকে তাৎক্ষণিক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।