বিনোদন প্রতিবেদক
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। সেখানে তিনি প্রকাশ করেছেন নিজের রাগ, ক্লান্তি ও আশপাশের মানুষের ভন্ডামির প্রতি গভীর বিরক্তি। তার এমন খোলামেলা প্রকাশে ভক্ত-শুভাকাক্সক্ষীদের মধ্যে চলছে নানা আলোচনা। মাস খানেক আগে ‘প্রেম ব্যাপারী’ শিরোনামে নতুন একটি দ্বৈত গান প্রকাশ করেছেন আঁখি আলমগীর। গানটিতে তার সহশিল্পী ছিলেন পুলক অধিকারী। গানের কাজ, স্টেজ শো ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে নিয়মিত থাকলেও হঠাৎ শুক্রবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের মানসিক অবস্থা নিয়ে খোলামেলা লিখেছেন তিনি। পোস্টে আঁখি আলমগীর লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে... মুক্তি চাই ভন্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’ নিজের প্রতিও বিরক্তির কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা- এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’ পোস্টের শেষে আঁখি লিখেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’ যদিও আঁখি আলমগীর তার এই পোস্ট কাদের উদ্দেশে লিখেছেন তা স্পষ্ট করেননি, তবে অনেকেই মনে করছেন এটি তার মানসিক ক্লান্তি ও চার পাশের মানুষজনের ভন্ডামি নিয়ে একধরনের আত্মমুখী প্রতিবাদ। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আঁখি আলমগীর। শিশু শিল্পী হিসেবে ‘ভাত দে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে সঙ্গীতে মনোনিবেশ করে অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গান ও স্টেজ পারফরম্যান্সে নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দেন।


