নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। ২০২৬ সনের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে- বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। এর আগে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা হয়। দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৫৩ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন তিন হাজার ৭১০ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫০ হাজার ২৫৫ জন। এখনো হজযাত্রীর কোটা খালি রয়েছে ৭৩ হাজার ২৩৩টি। গতকাল ঘোষণার পর আজ ও আগামীকাল মাত্র দুই দিনে এত সংখ্যক হজযাত্রী নিবন্ধন করতে হবে। তবে জানা যায় আগ্রহী হজযাত্রীর সংখ্যা কম থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও কোটা পূরণ হওয়ার সম্ভাবনা নেই।



